তফসিল পেছানোর দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ইনু

429

ঢাকা, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা নির্বাচনের তফসিল পেছানোর দাবি তুলেছেন, তারা আসলে নির্বাচন বানচাল করারই ষড়যন্ত্র করছেন।’
তিনি আজ বিকেলে রাজধানীর কচুক্ষেত এলাকায় মিলি সুপার মার্কেটের সামনের চত্বরে জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন,‘একইসাথে নির্বাচন-গণতন্ত্রের কথা বলা আর খালেদা-তারেকের মুক্তি দাবি আসলে নির্বাচনকে জিম্মি করে ভয়ংকর অপরাধীদের ফেরেশতা বানানোর পাঁয়তারা। এ কারণেই ঐক্যফ্রন্ট তাদের সাত দফা পরিস্কার করতে পারেনি,আমার পাঁচ প্রশ্নের জবাবও দিতে পারেনি।’
জাসদের কাফরুল থানার সভাপতি রাস মাসুদউর রহমানের সভাপতিত্বে জনসভায় জাসদ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৫ আসনে মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা-১৭ আসনে মীর হোসাইন আখতার ও ঢাকা ১৪ আসনে নূরুল আখতারের নাম প্রস্তাব করে হাসানুল হক ইনু বলেন, ‘এরা সামনের কাতারে থেকে বিএনপি-জামায়াতের জঙ্গি তান্ডব মোকাবেলা করেছেন।’
‘গণতন্ত্রের বিকল্প সামরিকতন্ত্র নয়, মুক্তিযোদ্ধার বিকল্প রাজাকার নয়, উন্নয়নের নেত্রী শেখ হাসিনার বিকল্প আগুনসন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া নয়’ উল্লে¬খ করে তথ্যমন্ত্রী বলেন,‘দেশে শান্তি আর উন্নয়নের ধারা বজায় রাখতে রাজাকার-জামায়াত সমর্থিত বিএনপিকে ক্ষমতার বাইরেই রাখতে হবে, শেখ হাসিনার সরকারকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।’
জাসদ সভাপতি ইনু বলেন, ‘সরকারের কাছে নয়, নির্বাচন-তফসিল পেছানোর দাবি নির্বাচন কমিশনের কাছে করুন, খালেদা-তারেকের মুক্তির দাবির জন্য আদালতের বারান্দায় যান।’
তথ্যমন্ত্রী এসময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কাছে পাঁচটি প্রশ্ন পুনরায় উত্থাপন করে বলেন, ‘রাজবন্দির সংজ্ঞা কী, রাজবন্দির তালিকা কিভাবে তৈরি করবেন এবং তাতে কাদের নাম থাকবে? রাজনৈতিক মামলার সংজ্ঞা কী, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কী? সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে? সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কী? আইনের শাসন এবং নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেওয়া যায়?’
এ জনসভায় জাসদ নেতৃবৃন্দের মধ্যে মীর হোসাইন আখতার, নূরুল আখতার, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, মোহাম্মদ নুরুন্নবী, মাইনুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।