বাসস দেশ-১৮ : তরিকুল ইসলামের দাফন সম্পন্ন

190

বাসস দেশ-১৮
তরিকুল-দাফন
তরিকুল ইসলামের দাফন সম্পন্ন
যশোর, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দাফন আজ বাদ আসর যশোর শহরের কারবালা কবরস্থানে সম্পন্ন হয়েছে।
সোমবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চতুর্থ নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এরআগে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে তার মরদেহ যশোর বিমানবন্দরে আনা হলে প্রথমে শহরের ঘোপস্থ বাসবভনে নেয়া হয়।
এরপরে মরদেহ নেয়া হয় জেলা বিএনপি কার্যালয়ে। শেষে ঈদগাহ্ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী তরিকুল ইসলামের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জানাজায় অংশ গ্রহণ করেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলাম রোববার বিকেল রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯২০/এসই