বাসস ক্রীড়া-১৭ : মার্শাল আইয়ুবের সেঞ্চুরি : রাজিনের ৬৭ রান

211

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-এনসিএল
মার্শাল আইয়ুবের সেঞ্চুরি : রাজিনের ৬৭ রান
কক্সবাজার, ৫ নভেম্বর ২০১৮ (বাসস) : ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় স্তরের প্রথম দিনই চিটাগং বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। তার ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬৫ রান করেছে ঢাকা মেট্রো। ১১০ রানে অপরাজিত আছেন মার্শাল। তার ২১১ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া ওপেনার আজমির আহমেদ ৩৫ ও জাবিদ হোসেন অপরাজিত ৩০ রান করেন। চিটাগং-এর শাখাওয়াত হোসেন ও নাইম হাসান ২টি করে উইকেট নেন।
এই স্তরের আরেক ম্যাচে প্রথম দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২২০ রান করেছে সিলেট বিভাগ। দলের কেউই সেঞ্চুরি করতে পারেননি। তবে হাফ-সেঞ্চুরি তুলে ৬৭ রানে থামেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের সিদ্বান্ত নেয়া রাজিন সালেহ। ৭টি চার ও ১টি ছক্কায় ২০১ বলে নিজের ইনিংস সাজান তিনি।
এছাড়া জাকির আলি অপরাজিত ৪০ ও শাহানুর রহমান ২৯ রান করেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ও শাহাদাত হোসেন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
চিটাগং বিভাগ-ঢাকা মেট্রোর :
ঢাকা মেট্রো : ২৬৫/৫, ৯০ ওভার (মার্শাল ১১০*, আজমির ৩৫, শাখাওয়াত ২/৭৬)।
ঢাকা বিভাগ-সিলেট বিভাগ :
সিলেট বিভাগ : ২২০/৬, ৯১ ওভার (রাজিন ৬৭, জাকির ৪০*, শুভাগত ২/৩৩)।
বাসস/এএসজি/এএমটি/১৮৪৬/স্বব