বাসস ক্রীড়া-১৫ : খুলনা এড়াতে পারলেও প্রথম দিন অলআউট বরিশাল

174

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এনসিএল
খুলনা এড়াতে পারলেও প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়া, ৫ নভেম্বর ২০১৮ (বাসস) : ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম স্তরের প্রথম দিনই বরিশাল বিভাগকে ৯৭ অলআউট করে দিয়েছে রাজশাহী বিভাগ। বরিশালকে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই রাজশাহী। ৬ উইকেটে ১২৪ রান করেছে তারা। ৪ উইকেট হাতে নিয়ে ২৭ রানে এগিয়ে রাজশাহী। এই স্তরের আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২১৭ রান করেছে খুলনা বিভাগ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী। ডান-হাতি পেসার মোহর শেখের বোলিং তোপে মাত্র ৩৮ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় বরিশাল। দলের পক্ষে তিনজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেছেন। আল-আমিন ২৫, মোসাদ্দেক হোসেন ২২ ও শেষ ব্যাটসম্যান তানভীর ইসলাম অপরাজিত ১৭ রান করেন। ২৪ রানে ৫ উইকেট নেন মোহর। এছাড়া শফিকুল ইসলাম ৩টি ও ফরহাদ রেজা ২টি উইকেট নেন।
বরিশালকে অলআউট করে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে ভালো জবাব দিতে পারেনি রাজশাহী। ১২৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে তারা। জুনায়েদ সিদ্দিকী ৭২ রানে অপরাজিত আছেন। বরিশালের কামরুল ইসলাম রাব্বি-মনির হোসেন ২টি করে উইকেট নেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় রংপুর। উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পরের দিকের ব্যাটারদের কল্যাণে দিন শেষে অলআউট হতে হয়নি খুলনাকে। মঈনুল ইসলাম অপরাজিত ৪৮, জিয়াউর রহমান ৪০, নুরুল হাসান ৩৬ ও আফিফ হোসেন ২২ রান করেন। রংপুর বিভাগের রবিউল হক ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগ :
বরিশাল বিভাগ : ৯৭/১০, ৩৮.২ ওভার (আল-আমিন ২৫, মোসাদ্দেক ২২, মোহর ৫/২৪)।
রাজশাহী বিভাগ : ১২৪/৬, ৪৪ ওভার (জুনায়েদ ৭২*, জহিরুল ২৫, মনির ২/৮)।
রংপুর বিভাগ-খুলনা বিভাগ :
খুলনা বিভাগ : ২১৭/৮, ৭৪ ওভার (মঈনুল ৪৮*, জিয়াউর ৪০, রবিউল ৩/৫৪)।
বাসস/এএসজি/এএমটি/১৮৩৫/স্বব