বাজিস-৬ : মুকসুদপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

169

বাজিস-৬
মুকসুদপুর-কর্মশালা
মুকসুদপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জ, ৫ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলার মুকসুদপুরে গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর সোমবার সকাল থেকে দিনব্যাপী কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় মূল বিষয় উপস্থাপনা করেন গোপালগঞ্জ ইউএনডিপি অর্থায়নে পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম।
এ কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সেচ্ছাসেবী সংস্থা, সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বলেন মানুষ যখন গ্রাম আদালতের উপকারিতা ও এর সুফল বুঝতে পারবে তখন ছোট খাটো বিরোধ নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ের উচ্চ আদালতে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং মামলার জট কমে ন্যায় বিচার নিশ্চিত হবে, যা এ সরকারের অন্যতম উদ্দেশ্য।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এ প্রকল্পের সহযোগী সংস্থা মাদারীপুর লিগ্যাল এইড এর জেলা সমন্বয়কারী আহসানুল হক মিটন ও উপজেলা সমন্বয়কারী আইয়ুব আলী ।
বাসস/সংবাদদাতা/১৮২৫/মরপা