বাসস ক্রীড়া-১৩ : নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

170

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-সিলেট টেস্ট-তৃতীয় দিন
নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
সিলেট, ৫ নভেম্বর ২০১৮ (বাসস) : সিলেটে অভিষেক টেস্ট জয়ের জন্য জিম্বাবুয়ের কাছ থেকে ৩২১ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছে টাইগাররা। ফলে টেস্ট জিততে ম্যাচের শেষ দু’দিনে আরও ২৯৫ রান করতে হবে বাংলাদেশ।
৩২১ রানের টার্গেট স্পর্শ করতে পারলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডই গড়বে বাংলাদেশ।
কারন নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। সেটি ২০০৯ সালে। গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের টার্গেটে ৪ উইকেটে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ।
এছাড়া আরও দু’টি ম্যাচে রান তাড়া করে ম্যাচ জিতে বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের টার্গেট ৩ উইকেট বাকী রেখে টপকে যায় টাইগাররা।
তৃতীয়টি ২০১৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৯১ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে ১০৯ ম্যাচে ১০টি জয়, ৮২টি হার ও ১৬টি ম্যাচ ড্র করে বাংলাদেশ। ১০টি জয়ের তিনটি রান তাড়া করে জয় পায় বাংলাদশ।
বাসস/এএসজি/এএমটি/১৭৫৩/স্বব