নওগাঁয় ২৮টি প্রকল্পের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন

270

নওগাঁ, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় বিগত ১০ বছরে বর্তমান সরকারের সময়কালে গণপূর্ত বিভাগ মোট ১৮১ কোটি ৭ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে মোট ২৮ প্রকল্পের ৩৮টি কার্যক্রম বাস্তবায়িত করছে। এর মধ্যে ২১টি প্রকল্পের ৩১টি প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে এবং ৭টি প্রকল্পের কার্যক্রমের নির্মাণকাজ সম্প্রতি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।
নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওসমান গণি বলেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে নওগাঁ জেলাও তার ব্যতিক্রম নয়। সমান তালে এ জেলার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমান সরকারের বিগত ১০ বছরে সম্পাদিত এবং চলমান প্রকল্পগুলো হচ্ছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কনষ্ট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্ট্ররাল ডাটাবেইজ প্রকল্পের আওতায় নওগাঁ জেলা সার্ভার ষ্টেশন ভবন নির্মাণ।
৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে আবগ্রেডেশন অব এগ্রো-মেটেরোলজিক্যাল সার্ভিস (রিভাইজড) প্রকল্পের আওতায় নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণ।
১ কোটি ৪৪ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে দেশের গুরুত্বপূর্ণ ৭৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় নওগাঁ’র মহাদেবপুর উপজেলায় কন্ষ্ট্রাকশন অব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোষ্টেল নির্মাণ (৩৭-ইউনিট) শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলা সদরে সরকারী কে ডি উচ্চ বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল, সিভিল স্যানিটারী ও ইলেক্ট্রিক্যালসহ নির্মাণ।
২৩ কোটি ৫৩ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন জেলায় ৩০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁ জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
৩৩ কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরন কাজ সম্পন্ন।
পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের আওতায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নতুন ভবন নির্মাণ। সিভিল স্যানিটারী, বৈদ্যুতিকসহ আনুষাংগিক কাজসহ এ প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা।
দেশের ২৮টি জেলায় আনুষাংগিক সুবিধাসহ জেলা জজ আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নওগাঁ জেলা জজ আদালত ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজ।
১ কোটি ৬৮ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলার পুলিশ লাইনের বিদ্যমান ৩০০ ফোর্সের ব্যারাক ভবনের ৪র্থ তলা নির্মাণ কাজ। (সিভিল স্যানিটারী, বৈদ্যুতিক ও পয়ঃপ্রণালীসহ)
রাজস্ব বাজেটের অর্থায়নে পুলিশ বিভাগের নির্মাণ প্রকল্পের আওতায় ১ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলার পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ভবন (টাইপ-২) অনুযায়ী ৬ তলা ভিত বিশিষ্ট ২য় তলা ফাঁড়ি ভবন নির্মাণ কাজ।
একই প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পাহাড়পুর পুলিশ ফাঁড়ি ভবনের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ কাজ।
রাজস্ব বাজেটের অর্থায়নে পুলিশ বিভাগের নির্মাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নওগাঁ জেলা পুলিশ লাইন্সে ৬তলা ভিত বিশিষ্ট ২য় তলা নারী পুলিশ ব্যারাক ভবন নির্মাণ।
১০ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে জেলার পতœীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি নির্মাণ সম্পন্ন।
১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে সিভিল, স্যানিটারী ও বৈদ্যুতিক কাজসহ নওগাঁ সদর থানায় এ এস পি সার্কল অফিস কাম বাসভবন নির্মাণ এবং ১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে মান্দা সার্কেল এ এস পি সার্কেল অফিস কাম বাসভবন নির্মাণ।
দ্বিতল ভিত্তির উপর একতলা বিশিষ্ট ইউনিয়ন ভুমি অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রতিটি ৬৭ লাখ ৮৯ হাজার টাকা হিসেবে জেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। এতে মোট আর্থিক ব্যয় হয়েছে ৬ কোটি ১১ লাখ ১ হাজার টাকা।
নওগাঁ জেলার রানীনগর উপজেলা সদরে মোট ৩ কোটি ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
৩ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে বদলগাছি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ভবন নির্মাণ, ৩ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পোরশা উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ভবন নির্মাণ এবং ৩ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে সাপাহার উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ভবন নির্মাণ।
সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প ( ১ম পর্যায়ে) এর আওতায় ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ।
২ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা ব্যয়ে মান্দা উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস ভবন নির্মাণ কাজ।
১ কোটি টাকা ব্যয়ে নওগাঁ সদর হাসপাতালকে ১শ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরনের জন্য নতুন ৭ তলা ভবনের সাথে লিংক করিডোর, মেইন গেইট নির্মাণ, সীমানা প্রাচীর এবং গাড়ী পার্ক নির্মাণ কাজ।
৩ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে জেলা ধামইরহাট উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন নির্মাণ কাজ।
দেশের বিভিন্ন জেলায় জেলা রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলা রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে জেলার বদলগাছি উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ।
নওগাঁ জেলা সদরে ১ কোটি ৭১ লাখ ৮০ মহাজার টাকা ব্যয়ে নবনির্মিত এস এম ব্যারাক সংলগ্ন রান্নাঘর, ডাইনিং হল ও শ্রেণীকক্ষ নির্মা কাজ।
দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁ জেলার রানীনগরে ৩০ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ।
দেশে ১৭টি আঞ্চলিক প্রকল্পের আওতায় ৫ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ।