বাসস ক্রীড়া-১৬ : টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় সর্বনিম্ন রান বাংলাদেশের

336

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-সিলেট টেস্ট-দ্বিতীয় দিন
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় সর্বনিম্ন রান বাংলাদেশের
সিলেট, ৪ নভেম্বর ২০১৮ (বাসস) : সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ফলে দ্বিতীয় দিন শেষেই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। কারন দ্বিতীয় ইনিংসের ১০ উইকেট হাতে নিয়ে ১৪০ রানে এগিয়ে সফরকারী জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় সর্বনি¤œ রানের রেকর্ড গড়লো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনি¤œ রান ১০৭। ২০০১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
এরপর ২০১৩ সালে হারারেতে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এটি ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বনি¤œ রান।
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বনি¤œ রান ৪৩ রানের। চলতি বছরের জুলাইয়ে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাসস/এএসজি/এএমটি/২০১৫/মোজা/স্বব