বাজিস-১১ : মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশত অবৈধ দোকানপাট উচ্ছেদ

161

বাজিস-১১
মাদারীপুর-উচ্ছেদ
মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশত অবৈধ দোকানপাট উচ্ছেদ
মাদারীপুর, ৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : মাদারীপুরে সড়কের পাশে থাকা অর্ধশত অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট তুলে ব্যবসা করে আসছে কিছু অসাধু ব্যক্তি। এতে জনসাধারণের চলাফেরা ও যানবাহন পার্কিংএ সমস্যার সৃষ্টি হয়। এর লক্ষ্যে সড়ক বিভাগের সহযোগীতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়ক ও ইটেরপুল-পাথুরিয়ারপাড় সড়কের পাশে অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, সড়কের পাশে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। এজন্য এই অভিযান চালনো হয়েছে। যা নিয়মিত চলমান থাকবে।
বাসস/সংবাদদাতা/১৯১৫/মরপা