বাসস ক্রীড়া-১৪ : বছর শুরুর পুনরাবৃত্তি এবারও করতে পারলো না ব্যাটসম্যানরা

148

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-সিলেট টেস্ট-দ্বিতীয় দিন
বছর শুরুর পুনরাবৃত্তি এবারও করতে পারলো না ব্যাটসম্যানরা
সিলেট, ৪ নভেম্বর ২০১৮ (বাসস) : সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষেই ম্যাচ নিয়ে চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে। কারণ দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হাতে নিয়ে ১৪০ রানে এগিয়ে সফরকারী জিম্বাবুয়ে। আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ৬৭ রেটিং পাওয়া বাংলাদেশের বিপক্ষে ২ রেটিং সাথে থাকা জিম্বাবুয়ের এমন লড়াই সত্যিই অবাক করার মত। ব্যাটসম্যানদের ব্যর্থতাই যেন বেকাদায় ফেলে দিলো বাংলাদেশ। অথচ চলমান বছরে বাংলাদেশের শুরুটা ছিলো প্রশংসনীয়।
চলমান বছরের শুরুতে বাংলাদেশের প্রথম টেস্ট ছিলো শ্রীলংকার বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ টেস্টে রানের ফুলকি ফুটিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে মোমিনুল হকের ১৭৬ রানের সুবাদে ৫১৩ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ৩০৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ১০৫ রান করেন মোমিনুল। এছাড়া লিটস দাসের ছিল ৯৪ রানও । তাই ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঐ টেস্টটি ড্র করতে পারে বাংলাদেশ।
কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরবর্তীতে শ্রীলংকার বিপক্ষে ১টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট খেলে বাংলাদেশ। ঐ তিন টেস্টের ছয় ইনিংসের কোনটিতেই ২শ রান করতে পারেনি বাংলাদেশ। ঐ ছয় ইনিংসে বাংলাদেশের দলীয় রান ছিলো এমন- ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯ ও ১৬৮। প্রথম দু’টি শ্রীলংকার বিপক্ষে, পরের চারটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর আজ ১৪৩ রান। অর্থাৎ, বছরের শুরুতে ৫১৩ ও ৩০৭ রানের পর, পরের সাতটি ইনিংসে দলীয় স্কোর ২শ’ রানের ধারে কাছে যেতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই বছরের শুরুর পুনরাবীর্ত্তি ঘটাতে আরও একবার ব্যর্থ হলেন লিটন-ইমরুল-মোমিনুল-মাহমুদুল্লাহ-মুশফিকরা।
বাসস/এএসজি/এএমটি/১৯১০/মোজা/স্বব