বাসস দেশ-২১ : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করে আনসার বাহিনী : ডেপুটি স্পিকার

155

বাসস দেশ-২১
ডেপুটি স্পিকার-আনসার
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করে আনসার বাহিনী : ডেপুটি স্পিকার
ঢাকা, ৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করার গৌরব একমাত্র আনসার বাহিনীর উল্লেখ করে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের পাশাপাশি নবীন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেন।
আজ রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম জেলা আনসার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাঘাটার উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মমিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটান্ট ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক।
বাসস/সবি/এমআর/১৮৩৩/এএএ