বাসস ক্রীড়া-৫ : সিলেটেই মাশরাফিকে ছাড়িয়ে যাবার সুযোগ তাইজুলের

133

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-সিলেট টেস্ট
সিলেটেই মাশরাফিকে ছাড়িয়ে যাবার সুযোগ তাইজুলের
সিলেট, ৪ নভেম্বর ২০১৮ (বাসস) : সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৮ রানে ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ২০ টেস্টে (চলমান ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত) তার উইকেট শিকার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৫-এ। বড় ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারে চতুর্থস্থানে উঠে এলেন তিনি। আর ৪টি উইকেট শিকার করলেই তৃতীয়স্থানে উঠে আসবেন তাইজুল।
সেই সাথে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে যাবার সুযোগ তৈরি হয়েছে তাইজুলের সামনে। কারন ৩৬ টেস্টে ৭৮ উইকেট রয়েছে মাশরাফির। তাই সিলেট টেস্টেই ম্যাশকে ছাড়িয়ে যাবার ভালো সুযোগ তৈরি হয়েছে তাইজুলের সামনে। কারন সিলেটের অভিষেক টেস্টে এখনো একটি ইনিংস বোলিং করার সুযোগ পাবেন তাইজুল।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী শীর্ষ পাঁচ বোলার (সিলেট টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ) :
বোলার ম্যাচ উইকেট
সাকিব আল হাসান ৫৩ ১৯৬
মোহাম্মদ রফিক ৩৩ ১০০
মাশরাফি বিন মর্তুজা ৩৬ ৭৮
তাইজুল ইসলাম ২০* ৭৫
শাহাদাত হোসেন ৩৮ ৭২
বাসস/এএসজি/এএমটি/১৪৩০/নীহা