বাসস ক্রীড়া-১ : তাইজুলের ৬ উইকেট শিকারে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে

184

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-সিলেট টেস্ট-দ্বিতীয় দিন
তাইজুলের ৬ উইকেট শিকারে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে
সিলেট, ৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৮২ রানেই অলআউট করে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ে করেছিলো ৫ উইকেটে ২৩৬ রান। দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে আরও ৪৬ রান যোগ করতে পারে সফরকারীরা। দলের পক্ষে সিন উইলিয়ামস ৮৮, পিটার মুর অপরাজিত ৬৩ ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন।
বাংলাদেশের তাইজুল ১০৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। এছাড়া নাজমুল ইসলাম ২টি, আবু জায়েদ-মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।
স্কোর কার্ড :
জিম্বাবুয়ে ইনিংস :
হ্যামিল্টন মাসাকাদজা এলবিডব্লু ব আবু জায়েদ ৫২
ব্রায়ান চারি বোল্ড ব তাইজুল ১৩
ব্রেন্ডন টেইলর ক নাজমুল ব তাইজুল ৬
সিন উইলিয়ামস ক মেহেদি ব মাহমুদুল্লাহ ৮৮
সিকান্দার রাজা বোল্ড ব নাজমুল ১৯
পিটার মুর অপরাজিত ৬৩
রেজিস চাকাবভা ক শান্ত ব তাইজুল ২৮
ওয়েলিংটন মাসাকাদজা ক মুশফিকুর ব তাইজুল ৪
ব্রান্ডন মাভুতা এলবিডব্লু ব নাজমুল ৩
কাইল জার্ভিস ক মিরাজ ব তাইজুল ৪
তেন্ডাই চাতারা ক লিটন ব তাইজুল ০
অতিরিক্ত (বা-১, লে বা-১) ২
মোট (অলআউট, ১১৭.৩ ওভার) ২৮২
উইকেট পতন : ১/৩৫ (চারি), ২/৪৭ (টেইলর), ৩/৮৫ (মাসাকাদজা), ৪/১২৯ (সিকান্দার), ৫/২০১ (উইলিয়ামস), ৬/২৬১ (চাকাবভা) ৭/২৬৮ (মাসাকাদজা), ৮/২৭৩ (মাভুতা), ৯/২৮২ (জার্ভিস), ১০/২৮২ (চাতারা)।
বাংলাদেশ বোলিং :
আবু জায়েদ : ২১-৩-৬৮-১,
তাইজুল : ৩৯.৩-৭-১০৮-৬,
আরিফুল হক : ৪-১-৭-০,
মিরাজ : ২৭-৮-৪৫-০,
নাজমুল : ২৩-৬-৪৯-২,
মাহমুদুল্লাহ : ৩-০-৩-১।
বাসস/এএসজি/এএমটি/১২০৫/-স্বব