বাসস বিদেশ-৩ : কাবুলে ‘স্বপক্ষের হামলায়’ মার্কিন সৈন্য নিহত : ন্যাটো

191

বাসস বিদেশ-৩
আফগানিস্তান-অস্থিরতা
কাবুলে ‘স্বপক্ষের হামলায়’ মার্কিন সৈন্য নিহত : ন্যাটো
কাবুল, ৪ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের কাবুলে স্বপক্ষের হামলায় শনিবার এক মার্কিন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে।
ন্যাটো একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
২২ অক্টোবর পশ্চিমাঞ্চলীয় হিরাত প্রদেশ ও ১৮ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একই ধরনের হামলা চালানো হয়েছে। তালেবান এই হামলা দুটির দায়িত্ব স্বীকার করে।
ন্যাটোর শীর্ষ কর্মকর্তা ও আফগানিস্তানে মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে পরে এতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা মারা যান।
ন্যাটোর রিসোল্যুট সাপোর্ট মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এ হামলা চালিয়েছে।’
এতে আরো বলা হয়, আফগান বাহিনীর অন্যান্য সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।
এই নিয়ে চলতি বছর এই ধরনের হামলায় আটজন নিহত হল।
আহত মার্কিন সৈন্যকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় রাজধানী বাগরাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে তাকে চিকিৎসা দেয় হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে।
বাসস/কেএআর/১১৩০/-এমএবি