মাঠের ভেতর মুশফিককে জড়িয়ে ধরলো কিশোর ভক্ত

283

সিলেট, ৩ নভেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আজ টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের ৪৯তম ওভারের খেলা শুরুর আগে নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মাঠে ঢুকে পড়েন ১০-১২ বছর বয়সী এক কিশোর। ফাইন-লেগ থেকে দৌঁড়ে এসে উইকেটের পাশেই দাঁড়ানো বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন ঐ কিশোর ভক্ত।
এতে চমকিয়ে যান মুশফিক। এমনটি দেখে সাথে সাথেই মাঠে প্রবেশ করেন নিরাপত্তা কর্মীরা। ততক্ষন মুশফিককে জড়িয়ে ধরা অবস্থায় ঐ কিশোর ভক্ত। মুশিও তাকে দূরে সরিয়ে দেননি। পরে ঐ কিশোরকে নিয়ে মাঠ ত্যাগ করেন নিরাপত্তাকর্মীরা।
খেলা চলাকালে মাঠে দর্শকের প্রবেশের ঘটনা এর আগেও ঘটেছে। মিরপুরে বাংলাদেশ-আফগান ম্যাচে মাঠে ঢুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এবার সিলেটের মাটিতে ঐ একই ঘটনার জন্ম হলো। তবে সিলেটের মাঠে ম্যাচ চলাকালীন দর্শক ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম ঘটলো।