বাসস ক্রীড়া-১২ : ক্যরিবিয়দের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত

193

বাসস ক্রীড়া-১২
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
ক্যরিবিয়দের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত
কোলকাতা, ৩ নভেম্বর ২০১৮ (বাসস) : টেস্ট ও ওয়ানডের পর টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক ভারত। তিন টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল কোলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেয়ায় ১৫ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পক্ষান্তরে আগের দুই ফর্মেটে ভাল করতে না পারলেও ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মত টি-২০ বিশেষেজ্ঞরা দলে ফেরায় আত্ম বিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ দল সংক্ষিপ্ত ভার্সনে সিরিজ জিততে চায়। টি-২০ সিরিজে ক্যারিবিয় দলের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট।
টি-২০ সিরিজে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে বাদ দিয়ে তরুণ তারকা ঋষভ পান্থকে সুযোগ দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। তাছাড় শেয়াস আইয়ারের অন্তর্ভুক্তি এবং নতুন মুখ ক্রুনাল পান্ডিয়া ও শাহবাজ নাদিমকে সুযোগ দেয়া হয়েছে।
তিন ম্যাচের টি-২০ সিরিজটি শর্মার নেতৃত্বাধীন দলটির জন্য মোটেই সহজ হবে না। কেননা বিশেষ করে সংক্ষিপ্ত ভার্সনে ওয়েস্ট ইন্ডিজ সব সময়ই শক্তিশালী দল এবং সফরের শেষ দিকে নিজেদের গৌরব ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা। টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলের সর্বশেষ জয়টি এসেছিল ২০১৪ বিশ্বকাপে ২৩ মার্চ বাংলাদেশের মাটিতে।
তা ছাড়া পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দল। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দল দু’টি মোট আট বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ৫ ম্যাচে, ভারত ২ ম্যাচে।
২০১৬ বিশ্বকাপে মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতকে হারেিয় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
কোহলির অনুপস্থিতে টপ অর্ডারে দেখা যেতে পারে কে এল রাহুলকে। মিডল অর্ডার সামলাতে হতে পারে দিনেশ কার্তিককে।
পেস আক্রমণে নতুন অন্তভুক্তি বাঁ-হাতি খলিল আহমেদ অন্তর্ভুক্ত হলেও এ বিভাগের নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ। স্পিন বিভাগে রসায়ন থাকবে যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদবের।
দল:
ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এ রাহুল, দিনেশ কার্তিক, মনীষ পান্ডে, শেয়ান আউয়ার, ঋষভ পান্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দও, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, কে খলিল আহমেদ, উমেষ যাদব, শাহবাজ নাদিম।
ওয়েস্ট ইন্ডিজ: কার্নোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান এ্যালেন, ড্যাওে ব্রাভো, শিমরন হেটমায়ার, কিমো পল, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফেন রাদার ফোর্ড, ওশানে থমাস. খারি পিয়েরে, ওবেদ ম্যাককয়, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান।
বাসস/স্বব/১৭১০/মোজা/নীহা