বাসস দেশ-১৪ : বাসস’র সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুবল দাস গুপ্তের পরলোকগমন

191

বাসস দেশ-১৪
পরলোক-সুবল দাস গুপ্ত
বাসস’র সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুবল দাস গুপ্তের পরলোকগমন
ঢাকা, ৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিএও) সুবল দাস গুপ্ত আজ তাঁর নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।
তার বয়স হয়েছিল ৭৫।
সুবল দাসের বড় ছেলে সৈকত দাস গুপ্ত জানান, সুবল দাস গুপ্ত চলতি বছরের মার্চ মাসে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্যারালাইসিসে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছিলো।
কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং পরে তিনি মারা যান।
তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
সুবল দাস গুপ্ত ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে চাকরি থেকে অব্যাহতি দেয়ার আগ পর্যন্ত প্রায় ৩০ বছর বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেন। তিনি ১৯৭২ সালে অত্র সংস্থায় যোগদান করেন।
আজ শনিবার রাজধানীর পোস্তগোলা শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
বাসস/একেএইচ/অনু-এমএমবি/১৭০০/-আসচৌ