বাসস দেশ-১৩ : নদী ভাঙ্গন কবলিত চাঁদপুরের ১১১ পরিবার পেল পাকা ঘর

172

বাসস দেশ-১৩
ত্রাণমন্ত্রী-চাবি-হস্তান্তর
নদী ভাঙ্গন কবলিত চাঁদপুরের ১১১ পরিবার পেল পাকা ঘর
চাঁদপুর, ৩ নভেম্বর, ২০৮ (বাসস) : চাঁদপুর জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার ১১১ পরিবার জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে নতুন পাকা ঘর পেয়েছে।
আজ শনিবার মেঘনা নদী তীরবর্তী গৃহহীন মানুষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনজনিত কারণে গৃহহীন সকল মানুষকে আশ্রয় দানের অঙ্গীকার করেছেন। তারই প্রতিশ্রুতিতে তিনি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন করেছেন। সে ট্রাস্ট থেকে চাঁদপুরের হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় গৃহহীন পরিবারের জন্য ১১১টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক ড. মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সবি/বিকেডি/১৬৩২/কেকে