বাসস দেশ-১২ : মাউশি’র মহাপরিচালকের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

190

বাসস দেশ-১২
এলজিআরডি-শোক
মাউশি’র মহাপরিচালকের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় এলজিআরডি মন্ত্রী বলেন, তিনি একজন নিবেদিতপ্রাণ গুণী শিক্ষক ছিলেন। দেশের শিক্ষা ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এসএস/১৬৩০/এসই