‘দ্য ফাইভ মিনিট বেল’ বাজিয়ে সিলেটে শুরু হলো অভিষেক টেস্ট

246

সিলেট, ৩ নভেম্বর ২০১৮ (বাসস) : প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে কোন টেস্টে ব্যবহৃত হলো ‘দ্য ফাইভ মিনিট বেল’। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ঘন্টা বাজিয়ে সিলেটের প্রথম টেস্ট শুরু করা হয়। ঘন্টা বাজান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তার পাশে ছিলেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ও কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট শুরুর আগে বাজানো হয় ঘন্টা। ঐ ঘন্টার মাধ্যমেই শুরু হয় টেস্ট ম্যাচ। ঠিক তেমনি ঘন্টা বাজানোর মধ্যে দিয়ে শুরু হলো সিলেটের অভিষেক টেস্ট।
ম্যাচে আগের দিন, অর্থাৎ গতকাল মাঠে ঘন্টা দেখতে পেরে উৎসাহি হয়ে উঠেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ঘন্টাটা দেখে ভাল লাগছে। এই জিনিসটা আমরা লর্ডসে দেখি। এটা আমাদের এখানেই হচ্ছে, দেখে ভাল লাগছে।’