বাসস বিদেশ-৬ : রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সিনিয়র ধর্মীয় নেতা খুন

194

বাসস বিদেশ-৬
পাকিস্তান-ধর্মীয় নেতা-নিহত
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সিনিয়র ধর্মীয় নেতা খুন
ইসলামাবাদ, ৩ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় জেলা রাওয়ালপিন্ডিতে সিনিয়র আলেম মাওলানা সামি-উল হককে খুন করা হয়েছে। শুক্রবার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
খবর সিনহুয়া’র।
মাওলানা হকের ছেলে মাওলানা হামিদ-উল হক বলেন, কয়েকজন অপরিচিত লোক বাড়িতে ঢুকে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।
তিনি আরো বলেন, ঘটনার সময় তার বাবা বাড়িতে একা ছিলেন। তার দেহরক্ষী ও গাড়ির চালক ওই সময় বাইরে গিয়েছিল।
গুরুতর আহত অবস্থায় হককে রাওয়ালপিন্ডি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার সময় তিনি মারা যান।
তিনি জমিয়াত ইলেমা-এ-ইসলাম এর প্রধান ও একটি প্রখ্যাত মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
তার মাদ্রাসাটি পাকিস্তানের উত্তর-পাশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতুনখাওয়ায় অবস্থিত।
আফগানিস্তানের তালেবান জঙ্গিদের সহযোগী হিসেবে তিনি দেশে বিদেশে ব্যাপক আলোচিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, ‘ফাদার অব দ্য তালেবান’ হিসেবে পরিচিত মাওলানা হকের সঙ্গে তালেবানের সাবেক নেতা মুল্লা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠতা ছিল।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংঘঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বাসস/ কেএআর/১৪০৫/জুনা