বাসস দেশ-১৮ : সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে : ওবায়দুল কাদের

620

বাসস দেশ-১৮
সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে : ওবায়দুল কাদের
মুন্সীগঞ্জ, ২ নভেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, ‘অপজিশন কিভাবে রিয়েক্ট করে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের ৭ দফার ৩টি বিষয়ে আমাদের কোন বাধা, আপত্তি থাকবে না।’
মন্ত্রী বলেন, তারা যদি চান ছোট পরিসরে আবারো আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। ‘প্রধানমন্ত্রী বলছেন আমার দরজা খোলা, তারা যদি আবার আসতে চান আসবেন।’
ওবায়দুল কাদের আজ সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু ভিজিটরস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন দীর্ঘদিনের লং গ্যাপ, ডিসটেন্স। এ লং ডিসটেন্সকে রাতারাতি ওভারনাইট ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না। কিন্তু এই সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিএনপি নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলা আছে, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আমার কাছে তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।
কাদের বলেন, সংলাপ ৮ নভেম্বর পর্যন্ত হবে। ভালো আলোচনা হয়েছে। তারা চাইলে আবারো আলোচনা হতে পারে। দূরত্বটা বহু দিনের। টানা পোড়নের ক্ষেত্রে ২১ আগস্ট, ১৫ আগস্ট আছেই। সেনসিটিভ কিছু ইস্যু। ১৫ আগস্টের প্রতি আমাদের আবিষ্ট আছে। ২১ আগস্ট বিএনপি আমলে নৃশংস ঘটনা ঘটে, বেগম আইভি রহমানসহ ২২টি প্রাণ ঝরে গেছে। তারপরও আমরা কম্প্রোমাইজ করেছি। পলেটিক্স শুড বি কম্প্রোমাইজ এ্যাট যাস্ট।
তিনি বলেন, ‘আমরা জানি ৭৫ ’র ১৫ আগস্ট বর্বরোচিতভাবে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাকরা হয়েছিল। সেখানে হত্যাকারীকে যারা পুরস্কৃত করেছেন এবং যারা হত্যাকারীদের বিচার হবে না, এই রকম বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানে। তারপরও আমরা পলিটিক্স করি, একটি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকা আবশ্যক।’
এ সময় মন্ত্রীর সাথে সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেসি/২০২৬/অমি