বাসস দেশ-১৩ : মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এনএসএসএস কর্মপরিকল্পনার উদ্বোধন করবে

325

বাসস দেশ-১৩
এনএসএসএস-কর্মপরিকল্পনা
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এনএসএসএস কর্মপরিকল্পনার উদ্বোধন করবে
ঢাকা, ২ নভেম্বর, ২০১৮ (বাসস) : মন্ত্রিপরিষদ বিভাগ আগামী রোববার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) কর্মপরিকল্পনার উদ্বোধন করতে যাচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে মহিউদ্দিন আহমেদ।
কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সামাজিক সুরক্ষার বিষয়ে তিন দিনব্যাপী সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হবে। এখানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বাস্তবায়নকারী সংস্থাসমূহের সাম্প্রতিক বিষয় ও অর্জনগুলো তুলে ধরা হবে এবং এ বিষয়ে আলোচনা হবে।
এই উদ্বোধনী অনুষ্ঠান ও সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগকে আরো দৃশ্যমান করা।
অভিন্ন ক্ষেত্রের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও শীর্ষস্থানীয় এনজিওসমূহ এই জাতীয় সামাজিক নিরাপত্তা মেলায় অংশ নেবে।
বাসস/কেইউসি/অনু-জেহক/১৭৫৫/আহা/-আসচৌ