ধর্মতন্ত্র-সামরিকতন্ত্র-গণতন্ত্রের খিচুড়িবাদ থেকে জাতিকে মুক্ত রাখবে চলচ্চিত্র : তথ্যমন্ত্রী

664

ঢাকা, ১ নভেম্বর ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একটু ধর্মতন্ত্র, খানিক সামরিকতন্ত্র আর কিছুটা গণতন্ত্র মিলে সুবিধাবাদীদের তৈরি খিচুড়িবাদের কবল থেকে জাতিকে মুক্ত রাখতে কাজ করবে চলচ্চিত্র।’
তিনি আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তথ্যসচিব আবদুল মালেক সভায় বিশেষ অতিথি ছিলেন।
বিসিটিআই’র প্রধান নির্বাহী মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় সৈয়দ হাসান ইমাম, ম. হামিদ, মানজারেহাসীন মুরাদ প্রমুখ বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ভাবতে শেখায়, জীবন বদলে দেয়, ইতিহাস-ঐতিহ্যকে সামনে নিয়ে আসে। আর সঠিক ইতিহাস চর্চা আর মুক্তিযুদ্ধের পথে চলতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।’
‘গণতন্ত্রের বিকল্প সামরিক শাসন নয়, মুক্তিযোদ্ধার বিকল্প রাজাকার নয় আর শেখ হাসিনার কোনো বিকল্প নেই’, স্মরণ করিয়ে দেন ইনু।
চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান পাঠ্যধারার শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাঙালি হয়ে থাকুন, বাঙালিয়ানা চর্চা করুন, নিজের সংস্কৃতি ধরে রাখুন।’
সভা শেষে চলচ্চিত্র নির্মাণ কোর্স এবং টেলিভিশন অনুষ্ঠান ও প্রযোজনা কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী।