বাসস বিদেশ-৮ : ইউক্রেনের রাজনীতিবিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

166

বাসস বিদেশ-৮
রাশিয়া-ইউক্রেন
ইউক্রেনের রাজনীতিবিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
মস্কো, ১ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের রাজনীতিবিদসহ কয়েকশ’ ব্যক্তি ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়া বলেছে, তাদের বিরুদ্ধে কিয়েভের কর্মকান্ডের পাল্টা জবাব এই অবরোধ।
প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভদভ স্বাক্ষরিত ডকুমেন্টে ইউক্রেনের ৩২২ নাগরিক ও ৬৮টি ব্যবসা প্রতিষ্ঠানের রুশ সম্পদ জব্দের কথা বলা হয়েছে।
তালিকায় ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তামুশেংকো রয়েছেন। তিনি আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয় প্রার্থী হতে যাচ্ছেন। এছাড়া রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ। আরো আছেন প্রতিরক্ষামন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং কয়েকটি রাসায়নিক ও খনি কোম্পানী।
মস্কো বলেছে, ইউক্রেনের অবন্ধুসুলভ আচরণের পাল্টা জবাব এই অবরোধ আরোপ।
ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে ২০১৪ সাল থেকে দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।
বাসস/জুনা/১৮১৫/-আরজি