কাঁধের ইনজুরির কারণে ভারত সফর থেকে ছিটকে গেলেন নার্স

178

নয়াদিল্লী, ১ নভেম্বর ২০১৮ (বাসস) : কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার এ্যাশলে নার্স। থিরুভানানথাপুরামে আজ অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে টসের আগে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার এই তথ্য নিশ্চিত করেছেন।
মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচের সময় নার্স কাঁধের ইনজুরিতে আক্রান্ত হন। এর ফলে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে আর খেলতে পারছেন না এই ক্যারিবীয় স্পিনার। তবে এই সিরিজের পর আসন্ন বাংলাদেশ সফরে তার সুস্থ হয়ে ওঠার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন হোল্ডার।
এ পর্যন্ত ওয়ানডে সিরিজে নার্স ৫ উইকেট দখল করা ছাড়া ব্যাট হাতে করেছেন ৫৫ রান। পুনেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে সিরিজের একমাত্র জয়টি তুলে নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচে ব্যাট হাতে ৪০ রান ও ৪৩ রানে ২ উইকেট নেবার সুবাদে ম্যাচ সেরা হয়েছিলেন নার্স। কিন্তু পরের ম্যাচেই মাত্র দুই ওভার বোলিং করার পর তার কাঁধে ব্যাথা অনুভূত হলে সাজঘরে ফিরে যান নার্স। সেখানে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবারো মাঠে ফিরে এসে বোলিং করে ৮ ওভারে ৫৭ রানে ১ উইকেট দখল করেছিলেন।