বাসস দেশ-৯ : স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আগামীকাল

163

বাসস দেশ-৯
রক্তদান-চক্ষুদান-দিবস
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আগামীকাল
ঢাকা, ১ নভেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আগামীকাল। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘দৃষ্টি ফেরায় চক্ষুদান, রক্তদানে বাঁচে প্রাণ’।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানী। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের মত গুরুত্বপূর্ণ কাজকে স্বেচ্ছা সেবার মাধ্যমে একটি জনপ্রিয় আন্দোলনে গড়ে তুলেছে তারা। এর স্বীকৃতি হিসেবে সরকার ২ নভেম্বরকে ‘স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ সংক্রান্ত জাতীয় দিবস ঘোষণা করে প্রতিবছর পালন করে আসছে।
আবুল কালাম আজাদ বলেন, দেশে অন্ধ জনসংখ্যা চৌদ্দ লাখের বেশি। এরমধ্যে প্রায় ৫ লাখ ব্যক্তির অন্ধত্ব কর্নিয়াজনিত। এ সংখ্যার সঙ্গে প্রতিবছর আরও নতুন করে যোগ হচ্ছে প্রায় ৪০ হাজার। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি দেশে কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান।
সবাইকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদের কাছে কর্নিয়া দানের কথা বলার অভ্যাস করারও আহ্বান জানান তিনি।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হবে।
পরে বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বাসস/এএসজি/বিকেডি/১৬২৬/-শহক