ভোলায় বিরল প্রজাতির সাপ রাসেল ভাইপার কুকরি-মুকরির বনে অবমুক্ত

645

ভোলা, ১ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলার উপজেলা সদরের ইলিশা ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সাপ রাসেল ভাইপার আজ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসনের চর কুকরি-মুকরির অভয়ারণ্যে বন বিভাগের কর্মকর্তারা সাপটি অবমুক্ত করেন।
এর আগে বুধবার বিকেলে ইলিশা ইউনিয়নের ফেরিঘাট এলাকার একটি লাকড়ির দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়। সারে ৩ ফুট লম্বা ও মোটা আকৃতির সাপটি দেখতে অনেকটা অজগর সাপের মতন।
বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া জানান, গতকাল সন্ধ্যার আগে স্থানীয়দের প্রচেষ্টায় বিষাক্ত এই সাপটিকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়। আজ চরফ্যাসনের কুকরি-মুকরির গহীন বনে অবমুক্ত করা হয়েছে। বিরল প্রজাতীর সাপটির বৈজ্ঞানিক নাম দাবিয়া রাসেলি। তিনি আরো বলেন, রাসেল ভাইপার সাপটি উত্তরাঞ্চল ্ও বনাঞ্চলে বেশি থাকে। সাপটির বাংলা নাম চন্দ্র বোরড়া।