পার্লামেন্ট স্থগিতাদেশ প্রত্যাহার শ্রীলংকান প্রেসিডেন্টের

300

কলম্বো, ১ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পার্লামেন্টের ওপর থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে তিনি সোমবার পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন। আশা করা হচ্ছে এর মাধ্যমে দুই প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার তিক্ত দ্বন্দ্বের অবসান হবে। খবর এএফপি’র।
এর আগে দেশটির পার্লামেন্টের স্পীকার কারু জয়সুরিয়া বুধবার প্রেসিডেন্ট সিরিসেনার সাথে সাক্ষাত করেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘স্পিকার ও প্রেসিডেন্টর মধ্যে এ বিষয়ে গতকাল সন্ধ্যায় কথা হয়েছে। তারা একটি সমঝোতায় পৌঁছেছেন।’
সিরিসেনা গত শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্তের পরপরই ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের নাম ঘোষণা করেন।
বিক্রমাসিংহে তাকে বরখাস্তের আদেশ মেনে নেননি। নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে তিনি তার রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন।