বাসস বিদেশ-২ : গাড়ি দুর্ঘটনার ৬ দিন পর এক মার্কিন নারীকে জীবিত উদ্ধার

432

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-দুর্ঘটনা-উদ্ধার
গাড়ি দুর্ঘটনার ৬ দিন পর এক মার্কিন নারীকে জীবিত উদ্ধার
ওয়াশিংটন, ১ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় একটি গাছের ওপর ছয়দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
অ্যারিজোনা জন নিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর ৫৩ বছর বয়সী ওই আমেরিকান নারী ফিনিক্সের প্রায় ৮০ কিলোমিটার উত্তরের উইকেনবার্গের কাছের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশের রেলিং ভেঙ্গে গাড়িটি গাছের ওপর পড়ে সেখানেই আটকে যায়।
নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা কারো দৃষ্টিগোচর না হওয়ায় কর্তৃপক্ষ এ নারীকে উদ্ধার করার আগে তাকে ছয়দিন ধরে সেখানে আটকে থাকতে হয়।
নিরাপত্তা বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অ্যারিজোনার সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী এক খামারি হঠাৎ করে গাড়িটিকে গাছের ওপর আটকে থাকতে দেখতে পায়। পরে উদ্ধার কর্মীদের সহযোগিতায় এ নারীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।
পরে হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেয়া হয়।
জন নিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল ফ্রাঙ্ক মিলস্টিড উদ্ধারকারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, তাদের এমন প্রচেষ্টার কারণে এ নারীর জীবন বাঁচানো গেছে।
বাসস/এমএজেড/১০৪৫/এমএবি