বাসস দেশ-২৯ : প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ৫ নভেম্বর

839

বাসস দেশ-২৯
জাপা-সংলাপ-আমন্ত্রণ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ৫ নভেম্বর
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির সংলাপ আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল এই সংলাপে অংশ নেবেন।
আজ সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদ ড. আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বারিধারার প্রেসিডেন্ট পার্কে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের আমন্ত্রণ পত্র এরশাদের কাছে হস্তান্তর করেন।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রাতে এ কথা জানানো হয়েছে।
এসময় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন দেশের সব’চে গুরুত্বপূর্ণ দল। জাতীয় পার্টি নির্বাচনে গেলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।’
এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/২২২০/এইচএন