বাসস ক্রীড়া-১১ : তৃতীয় দিনও শুরু হলো না বরিশাল ও খুলনার ম্যাচ; ভালো অবস্থায় রংপুর

260

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এনসিএল
তৃতীয় দিনও শুরু হলো না বরিশাল ও খুলনার ম্যাচ; ভালো অবস্থায় রংপুর
রংপুর, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম স্তরে ম্যাচের তৃতীয় দিনও মাঠে নামতে পারেনি বরিশাল ও খুলনা বিভাগ। আরেক ম্যাচে রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১০৮ রানে এগিয়ে রংপুর বিভাগ।
রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে চলমান ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয় রংপুর বিভাগ। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬৪ রান করেছিলো রাজশাহী। ৮ উইকেট হাতে নিয়ে ২৭২ রানে পিছিয়ে ছিলো রাজশাহী। তৃতীয় দিন বাকী ৮ উইকেটে ১৮৪ রান যোগ করতে সমর্থ হয় রাজশাহী।
জুনায়েদ সিদিক্কী ৩৫ ও ফরহাদ হোসেন ১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। জুনায়েদ ৪৮ রানে থামলেও ২০১ বলে ৭১ রান করেন ফরহাদ। রংপুরের শুভাশিষ রয় ও রবিউল হক ৪টি করে উইকেট নেন।
প্রথম ইনিংস থেকে ৮৮ রানের লিডকে সাথে নিয়ে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ২০ রান করেছে রংপুর। ফারদিন হাসান অনি ১৮ রানে থামলেও ১ রানে অপরাজিত আছেন রাকিন আহমেদ। রংপুরের পতন হওয়া ১টি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ :
রংপুর বিভাগ : ৩৩৬ ও ২০/১, ৮.৪ ওভার (অনি ১৮, রাকিন ১, সানজামুল ১/০)।
রাজশাহী বিভাগ : ২৪৮/১০, ১১৭.১ ওভার (ফরহাদ ৭১, জুনায়েদ ৪৮, রবিউল ৪/৬২)।
বাসস/এএমটি/1৯১০/-স্বব