ক্ষুদ্র ঋণ বিতরণে সুদের হার কমিয়ে সহজলভ্য করতে হবে : এলজিআরডি মন্ত্রী

184

ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষুদ্র ঋণ বিতরণের বর্তমান সুদের হার কমিয়ে আরো সহজলভ্য করতে হবে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণভাবে দারিদ্র মুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমকেও শক্তিশালী করতে হবে।
এলজিআরডি মন্ত্রী আজ কুমিল্লা বার্ডের লালমাই অডিটরিয়ামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) পরিচালনা পর্ষদের ৭১তম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কার্যক্রম চলছে তার সুফল প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ পাচ্ছে।
পল্লী অঞ্চলের দারিদ্র বিমোচনে আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন। পল্লী উন্নয়ন একাডেমীসমূহের গবেষণায় প্রাপ্ত দারিদ্র বিমোচনের উপায় ব্যাপকভাবে প্রয়োগ করতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্প উপহার দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের উপর জোর দেয়া হচ্ছে। ক্ষুদ্র ঋণ বিতরণে সুদের হার হ্রাস করলে মানুষ ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবে।
তিনি সহজ শর্তে ঋণ বিতরণের সাথে সাথে উৎপাদনমুখী কর্মকান্ডের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রের দুষ্টচক্র হতে বের করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
পরে মন্ত্রী বার্ড প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন।