বাসস দেশ-১৫ : সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে : কামরুল ইসলাম

180

বাসস দেশ-১৫
কেরানীগঞ্জ-কামরুল ইসলাম
সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে : কামরুল ইসলাম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে । এ জন্য ঐক্যফ্রন্টকে খোলা মন নিয়েই এগিয়ে আসতে হবে।
সংলাপের প্রস্তাব গ্রহণ করে শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়েছেন এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের তরফ থেকে সদিচ্ছার কোন অভাব নাই।
খাদ্যমন্ত্রী আজ তার নির্বাচনী এলাকা কেরাণীগঞ্জের নয়া বাজার বিশ্ব বিদ্যালয় কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিং বডির সভাপতি হাজী মো. সলিম উল্লাহ সলিম সভাপতিত্ব করেন।
আগামী নির্বাচন শতভাগ অবাদ-নিরপেক্ষ ও সুষ্ঠু হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ বলেন, অহেতুক কোন বিড়ম্বনা সৃষ্টি করবেন না। কারণ আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
দেশের মানুষ তাদের কোন ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৩৫/কেজিএ