বাসস দেশ-১১ : প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার: সমাজকল্যাণ মন্ত্রী

171

বাসস দেশ-১১
সমাজকল্যাণ মন্ত্রী-আলোচনা
প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার।
তিনি বলেন, বর্তমান সরকার সেই বিবেচনা থেকেই ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার আইন প্রনয়ণ করেছে। ওই আইনেই চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ রাখা ও প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের কথা বলা আছে।
তিনি আজ সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্যপরিষদের আহবায়ক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক ড. তারেক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
বাসস/সবি/এমএমবি/১৭২৫/কেজিএ