সরদার আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আগামীকাল

165

ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস): স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক সরদার আলাউদ্দিনের ৪৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১লা নভেম্বর।
নানা কর্মসূচির মধ্যদিয়ে আগামীকাল বৃহস্পতিবার তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
প্রয়াত শিল্পীর স্মরণে ‘সরদার আলাউদ্দিন স্মৃতি সংসদ’-এর উদ্যোগে আগামীকাল সকাল ৮টায় আজিমপুরস্থ নতুন কবরস্থানে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুর, ৪/৯, ব্লক- এফ, জয়েন্ট কোয়ার্টারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া শিল্পীর স্মরণে সারগাম ললিতকলা একাডেমি আজ বিকেল ৩টায় একাডেমির মোহাম্মদপুর শাখা বেবি কেয়ার প্রিপারেটরি স্কুলে ‘রূপসী বাংলা’ শীর্ষক শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৯৭২ সালের এই দিনে মাত্র ৩১ বছর বয়সে তার অকাল মৃত্যু হয়।
সারগাম ললিতকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সরদার আলাউদ্দিনের উদ্দাত্ত কণ্ঠে গাওয়া ‘জগৎবাসী একবার বাংলাদেশকে যাও দেখিয়ারে’, ‘রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখিতে সম্মান’, বাংলা থেকে দুষমনদের দাও হটিয়ে দাও’, ‘ও তোর ভয় নাইরে জোরে মারো টান, এই নৌকার কা-ারি আছে মুজিব রহমান’, ‘এগিয়ে চলো বীরসেনানী’ প্রভৃতি একক কণ্ঠের অগ্নিঝরা গান স্বাধীনতাকামী মানুষকে উজ্জিবীত করেছিলো। সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীকে ১৯৭৫ সালে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদকে’ ভূষিত করে।