বাসস বিদেশ-৭ : কাশ্মিরে ২ জঙ্গি নিহত

140

বাসস বিদেশ-৭
কাশ্মির-অস্থিরতা
কাশ্মিরে ২ জঙ্গি নিহত
শ্রীনগর, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত শাসিত গোলযোগপূর্ণ কাশ্মিরে সৈন্যদের সাথে এক বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে।
বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
মঙ্গলবার রাতে ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় উভয়পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
শহরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাতেই ত্রালের মান্দুরায় বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জঙ্গি দুজন জইশ-এ-মোহাম্মদ (জেইএম) জঙ্গিগোষ্ঠির সাথে জড়িত ছিল।’
পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সৈন্যরা এলাকাটিকে ঘিরে ফেলে।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রায় ছয় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।’
খবরে বলা হয়, যে বাড়িতে জঙ্গিরা অবস্থান করছিল সেটি জ্বালিয়ে দেয়া হয়েছে।
নিহত জঙ্গিদের একজন বিদেশী ও অপর একজন স্থানীয় ক্যাডার বলে জানা গেছে।
এদিকে ঘটনাস্থলের আশপাশে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে থাকার আশঙ্কায় পুলিশ স্থানীয়দের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বাসস/ কেএআর/১৪৫৫/জুনা