বাসস ক্রীড়া-৩ : মরিনহোর সাথে বিবাদে ইনানির জরিমানা

183

বাসস ক্রীড়া-৩
ফুটবল-জরিমানা
মরিনহোর সাথে বিবাদে ইনানির জরিমানা
লন্ডন, ৩১ অক্টোবর ২০১৮ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহোর সাথে টাচলাইনে বিতর্কের জেড়ে চেলসি সহকারী কোচ মার্কো ইনানিকে ৬ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)।
গত ২০ অক্টোবর রস বার্কালির স্টপেজ টাইমের গোলে ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করে চেলসি। স্ট্যামফোর্ড ব্রীজের ম্যাচটিতে ইনানি ও মরিনহোর মধ্যকার ঘটনা বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছিল। গেলাটির পর ইনানি দৌড়ে গিয়ে বসে থাকা ইউনাইটেড বসের সামনে বাজেভাবে আনন্দ উদযাপন করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মরিনহো। এতে কিছু সময়ের জন্য দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও ঘটনাটিতে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন ইনানি। মরিনহো বলেছেন, ‘এর থেকে বেশী শাস্তি অবশ্য ইনানির পাওনা ছিলনা, যেহেতু সে আমার কাছে ক্ষমা চেয়েছে। সবাই ভুল করে, আমিও অনেকবার ভুল করেছি। তাকে কাজ করতে দেয়া হোক। তার উপর আমার কোন ক্ষোভ নেই।’
অশোভন আচরনের জন্য নাপোলির সাবেক সহকারী এই কোচের বিপক্ষে অভিযোগ আনে এফএ। মঙ্গলবার এফএ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইনানি জরিমানার শাস্তি মেনে নিয়েছে।
বাসস/নীহা/১৪২০/স্বব