কাবুলে কারাগারের কাছে আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

247

কাবুল, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলের বৃহত্তম কারাগারের কাছে সরকারি কর্মচারীদের একটি বাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আফগান রাজধানীতে এটি হচ্ছে সর্বশেষ হামলার ঘটনা। কর্মকর্তারা একথা জানান।
পুলিশ মুখপাত্র বাসির মুজাহিদ জানান, বুধবারের এ হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। বাসটিতে করে পুল চারখি কারাগারের স্টাফদের বহন করা হচ্ছিল।