বাজিস-৪ : নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস পালিত

163

বাজিস-৪
নড়াইল-স্যানিটেশন
নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস পালিত
নড়াইল, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : ‘টেশসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’ ‘হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী (অ.দা.) আ. গাফফার মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুউদ্দিন, সদর উপজেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আহমুদ আলা, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/আহো/১১৪০/নূসী