বাসস ক্রীড়া-১৬ : কোয়ার্টার ফাইনালে আরামবাগ; বিদায় রহমতগঞ্জের

322

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-ফেডারেশন কাপ
কোয়ার্টার ফাইনালে আরামবাগ; বিদায় রহমতগঞ্জের
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পুরোনো ঢাকার দল রহমতগঞ্জ এমএফএস। এবারের আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে আরামবাগের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিল রহমতগঞ্জ।
আজ সন্ধ্যয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ৩-১ গোলে হারায় রহমতগঞ্জকে। এরফলে এক ম্যাচ খেলেই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপে থাকা অফিস পাড়ার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ। কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনীও।
ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে আরামবাগ। ম্যাচের সাত মিনিটে টানা তিনটি কর্নার পায় আরামবাগ। কিন্তু তা থেকে কোনো গোল আদায় করতে পারেনি তারা। অবশেষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল পায় আরামবাগ। ইদেনি চিনেদোর গোলে লিড নেয় তারা।
৬৬ মিনিটে ইদেনি চিনেদো ব্যবধান দ্বিগুন করেন। মাঝ মাঠ থেকে আরামবাগের মিডফিল্ডার আরাফাত হোসাইনের লম্বা উঁচু পাসে বল পেয়ে গোল করেন চিনেদো।
ম্যাচের ৮০ মিনিটে আরামবাগের বদলি ফরোয়ার্ড আরিফুর রহমান ডান পায়ের শটে তৃতীয় গোল আদায় করে নেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে রহমতগঞ্জ এক গোল শোধ দেয়। ড্যামিয়েনের ক্রসে সিও জুনাপিউ হেডে গোল করে ব্যবধান কমান।
বাসস/এএমটি/২০২৫/মোজা/স্বব