বাসস দেশ-৩৪ : হৃদরোগ ইনস্টিটিউটে ব্যাপক অনিয়মের অভিযোগ

359

বাসস দেশ-৩৪
হৃদরোগ ইনস্টিটিউট-অনিয়ম-দুদক
হৃদরোগ ইনস্টিটিউটে ব্যাপক অনিয়মের অভিযোগ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম খুঁজে পেয়েছে।
দুদকের হটলাইন ১০৬-এ স্বাস্থ্যসেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের চার সদস্যের একটি টিম মঙ্গলবার হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালায়।
অভিযানের সমন্বয়ক ও দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘যদি এই ব্যাপক দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে দুর্নীতিতে জড়িতদের দুদকের স্ক্যানারের আওতায় আনা হবে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৪ ঘন্টাব্যাপী হাসপাতালে অভিযানে দুদক টিম জানতে পারে, ডেথ সার্টিফিকেট নেয়ার সময় ওযার্ড বয়দের চারশত থেকে পাঁচশ টাকা ঘুষ দিতে হয়।
হাসপাতালে বেড পেতে ওয়ার্ডবয়দের পাঁচশত থেকে হাজার টাকা এবং ইমারজেন্সি ইসিজি করাতে দুইশ থেকে আড়াইশ টাকা ঘুষ দিতে হয়।
দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত প্রশ্নের জবাবে হাসপাতালের প্রফেসর এম আর সিজার চৌধুরী স্বীকার করেন যে, ওয়ার্ডবয় এবং আনসার সদস্যরাই অধিকাংশ অপকর্মের সঙ্গে জড়িত। তিনি বলেন, তারা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন।
তিনি অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।
বাসস/এএইচজে/অনুবাদ-এইচএন/২০৩৫/-আসচৌ