বাসস দেশ-৩১ : নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ

312

বাসস দেশ-৩১
সংখ্যালঘু-নির্বাচন-নিরাপত্তা
নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : নির্বাচনের আগে ও পরে খ্রিস্টান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।
আজ বিকেলে এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসি খান মো. নুরুল হুদার সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান।
প্রতিনিধি দল নির্বাচনের দিনটি ২৫ ডিসেম্বর বড়দিনের খুব কাছাকাছি যেন নির্ধারণ করাসহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর ভোট কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজর দেয়ার দাবি জানান।
সিইসি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য সকল ধরণের পদক্ষেপ নিবেন বলেও জানান।
বাসস/সবি/এমএসএইচ/২০০০/-আসচৌ