বাসস দেশ-২০ : রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু মধ্য নভেম্বরে

110

বাসস দেশ-২০
বাংলাদেশ-রোহিঙ্গা-মিয়ানমার
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু মধ্য নভেম্বরে
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজদেশে প্রত্যাবাসন নভেম্বর মাসের মাঝামাঝি নাগাদ শুরু হবে।
আজ ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাষ্ট্রিয় অতিথি ভবন মেঘনায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ (জেডব্লিউজি)-এর সভা শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি নাগাদ প্রত্যাবাসন (রোহিঙ্গাদের) শুরুর ব্যাপারে আমরা কাজ করছি।’
পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘জেডব্লিউজি’-এর তৃতীয় বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উভয় পক্ষের সদস্যরা আগামিকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন।
বাসস/টিএ/অনু-এমকে/১৭২৭/আরজি