রাজশাহীতে বিশেষ শিশুদের মাঝে ‘প্রয়াস’ এর সহায়ক সামগ্রী বিতরণ

175

ঢাকা, ৩০ অক্টোবর ২০১৮ (বাসস) : রাজশাহী জেলার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ বিশেষ শিশুদের মাঝে বিভিন্ন প্রকার সহায়ক সামগ্রী বিতরণ করেছে।
আজ রাজশাহী সেনানিবাসে সংগঠনের পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ জার্মানীর তৈরি শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার, কৃত্রিম পা বিশেষ শিশুদের মাঝে বিতরণ করেন।
এ সময় প্রয়াস, রাজশাহীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শারীরিক ও মানসিক বিকাশে বাঁধাগ্রস্ত শিশু কিশোরদের কল্যাণার্থে ২০০৫ সালের ১৫ জুন ‘সেনা সহায়ক স্কুল’ স্থাপিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ২ এপ্রিল ‘সেনা সহায়ক স্কুল’ নাম পরিবর্তন করে ‘প্রয়াস’ নামকরণ করা হয়।
দেশব্যাপি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১২টি শাখার মাধ্যমে ‘প্রয়াস’ কার্যক্রম পরিচালনা করছে। সে ধারাবাহিকতায় ২০১৬ সালের ৩ জানুয়ারি (রাজশাহী) থেকে এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে ২০ জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফের তত্ত্বাবধানে ৭৫জন ছাত্র/ছাত্রী রয়েছে।