নিউজিল্যান্ডের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

229

ওয়েলিংটন, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের মধ্যাঞ্চলে মঙ্গলবার বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। এতে দেশব্যাপী ভূকম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির তেমন কোন আশংকা নেই। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩ টা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তৌমারুনুইয়ের ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২০৭ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ডের পার্লামেন্ট অধিবেশন স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তা আবারো শুরু করা হয়। এদিকে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এতে সুনামি হুমকির কথা নাকচ করে দিয়েছে।
এ ভূমিকম্প এমন এক সময় আঘাত হানলো যখন দেশটিতে ব্রিটিশ রাজ পরিবারের ডিউক ও ডাচেসের সফর চলছে। এ রাজ দম্পতি মঙ্গলবার নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডে তাদের সময় কাটান।