বাসস বিদেশ-৫ : লিবিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার আইএসের

184

বাসস বিদেশ-৫
সিরিয়া-আইএস
লিবিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার আইএসের
ত্রিপোলি, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইসলামিক স্টেট (আইএস) সোমবার লিবিয়ার জুফরার মধ্যাঞ্চলীয় শহর ফুগ’হায় হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আইএস এর গণমাধ্যম আ’মাক সোমবার রাতে টুইটারে জানায়, ‘খিলাফতের সৈন্যরা ফুগ’হা শহরে একটি বড় ধরনের হামলা চালিয়েছে। শহরটি হাফতার মিলিশিয়াদের নিয়ন্ত্রণে আছে।’
সন্ত্রাসী সংগঠনটি জানায়, তারা বেশ কয়েকজন সৈন্যকে হত্যা ও আটক করেছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।
এদিকে সামরিক সূত্রে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলী থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে সরকারি ভবনগুলোতে সোমবার ভোরে এক হামলায় পাঁচ জন নিহত হয়েছে।
ইউএন সাপোর্ট মিশন ইন লিবিয়া (ইউএনএসএমআইএল) এই সন্ত্রাসী হামলার নিন্দার পাশাপাশি বেসামরিক মানুষকে রক্ষার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক সংস্থাটি ‘আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে বেসামরিক লোক ও স্থাপনাগুলোর ওপর হামলা বন্ধে’ যুদ্ধরত সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বাসস/কেএআর/১৩১০/জুনা