বাসস বিদেশ-৩ : সাউথ ডেকোটায় বুদ্ধি প্রতিবন্ধী দাবি সত্ত্বেও এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

347

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-অপরাধ
সাউথ ডেকোটায় বুদ্ধি প্রতিবন্ধী দাবি সত্ত্বেও এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর
ওয়াশিংটন, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় এক কারারক্ষীকে হত্যার দায়ে সোমবার ৫৬ বছর বয়সী এক আমেরিকানের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী দাবি করে তাকে শাস্তি থেকে রেহাই দেয়ার আবেদন সত্ত্বেও বিষাক্ত ইনজেকশন প্রয়োগে ওই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
যদিও দেশটির আইন অনুযায়ী বুদ্ধি প্রতিবন্ধীদের মৃত্যুদন্ড দেয়ার বিধান নেই। খবর এএফপি’র।
দন্ডিত ব্যক্তির নাম রন্ডি বারগেট। ১৮ বছর আগে ওকলাহামায় তার ভাইয়েরও মৃত্যুদন্ড কার্যকর করা হয়। একটি গাড়ি চুরির সময় এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদন্ড দেয়া হয়।
২০১২ সালে বারগেটকে মৃত্যুদন্ড দেয়া হয়। তিনি পালানোর ব্যর্থ চেষ্টাকালে এক কারারক্ষীকে হত্যা করেন।
ওই সময় তিনি দুটি হত্যা এক একটি ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদ- ভোগ করছিলেন।
শুনানী চলকালে বারগেট বলেন, ‘আমি মনে করি আমি যা করেছি তার জন্য মৃত্যুদ- হওয়া উচিত।’
তার এই সরল স্বীকারোক্তির পরও কয়েকটি আপিলের কারণে তার মৃত্যুদন্ড কার্যকর হতে দেরী হয়।
কিন্তু ২০১৬ সালে ‘তিনি আরো ৩০ বছর জেলখানায় কাটাতে চান না’ উল্লেখ করে তার শেষ আবেদনটি প্রত্যাহার করেন।
সাউথ ডেকোটা ডিপার্টমেন্ট অব কারেকশন সোমবার রাতে এক বিবৃতিতে বিষাক্ত ইনজেকশন প্রয়োগে বারগেটের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘তারা সাজাটি পেশাগত, মানবিক ও রাজ্যের আইনের সঙ্গে সঙ্গতি রেখেই কার্যকর করা হয়েছে।’
১৯৭৬ সালে রাজ্যটিতে মৃত্যুদন্ড শুরু হওয়ার পর এটি ওই রাজ্যের চতুর্থ মৃত্যুদন্ড।
এদিকে এক আইনজীবী বারগেটের মৃত্যুদন্ডের পদ্ধতির ব্যাপারে আপত্তি তোলেন। আরেকজন আইনজীবী তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তুলে ধরেন।
বাসস/কেএআর/১৭২২/এমএবি/জুনা