বাসস ক্রীড়া-১৩ : মাঠে নামতে পারেনি বরিশাল ও খুলনা; ৫ উইকেট ২৩০ রান রংপুরের

171

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-এনসিএল
মাঠে নামতে পারেনি বরিশাল ও খুলনা; ৫ উইকেট ২৩০ রান রংপুরের
রংপুর, ২৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড প্রথম স্তরের ম্যাচের প্রথম দিন আজ মাঠে নামতে পারেনি বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ। আরেক ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে রংপুর বিভাগ।
রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে রাজশাহী বিভাগ। ব্যাটিং-এ নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ১৩ রান করে ফিরেন ফারদিন হাসান অনি। বড় ইনিংস আভাস দিয়ে ৩৬ রানে থামেন তিন নম্বরে নামা মাহমুদুল হাসান।
তবে জোড়া হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন আরেক ওপেনার রাকিন আহমেদ ও নাইম ইসলাম। ১৮৩ বলে ৭৯ রান করে রাকিন ফিরলেও, দিন শেষে ১৬১ বলে ৬৩ রানে অপরাজিত নাইম। রাকিন ও নাইম ৯টি করে চার মেরেছেন।
মিডল-অর্ডারে সোহরাওয়ার্দি শুভ ১০ ও তানবীর হায়দার ৬ রানে আউট হন। নাইমের সাথে ১৩ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ। রাজশাহীর সানজামুল ইসলাম ৪১ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ :
রংপুর বিভাগ : ২৩০/৫, ৮৯ ওভার (রাকিন ৭৯, নাইম ৬৩*, সানজামুল ৩/৪১)।
বাসস/এএমটি/১৮৫০/মোজা/স্বব