বাসস ক্রীড়া-১১ : কিছুটা হাল্কা হলেন মরিনহো ॥ চেলসির জয়রত অব্যাহত থাকলেও ছন্দপতন আর্সেনালের

146

বাসস ক্রীড়া-১১
ফুটবল-প্রিমিয়ার-ম্যানইউ-চেলসি-আর্সেনাল
কিছুটা হাল্কা হলেন মরিনহো ॥ চেলসির জয়রত অব্যাহত থাকলেও ছন্দপতন আর্সেনালের
লন্ডন, ২৯ অক্টোবর ২০১৮ (বাসস/এএফপি) : এভারটনকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুটা চাপমুক্ত হয়েছেন কোচ হোসে মরিনহো। রোববার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে তার শিষ্যরা। এদিন বার্নলিকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটিকে টপকে গেছে চেলসি। অপরদিকে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে টানা ১১ ম্যাচের জয়রথ থমকে গেছে আর্সেনালের। শেলহার্স্ট পার্কে লুকা মিলিভোজেভিচের দুই পেনাল্টির কল্যানে আর্সেনালের পয়েন্টে ভাগ বসাতে সক্ষম হয় প্যালেস।
শনিবার লিস্টার সিটির কার পার্কিংয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনাটি রোববার প্রিমিয়ার লীগের সবকটি ম্যাচেই প্রভাব পড়েছে। ওই ঘটনায় লিস্টার সিটির মালিক থাইল্যান্ডের ব্যবসায়ী ধনকুবের ভিচাই শ্রিবদ্ধনাপ্রভা নিহত হয়েছেন। এদিন সব ম্যাচ শুরুর আগেই এক মিনিট নিরবতা পালনের পাশাপাশি খেলেয়াড়রা মাঠে নেমেছিল কালো ব্যাচ ধারণ করে।
এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের কাছে পরাজয়ে চাপের মধ্যে পড়ে গিয়েছিল ইউনাইটেডের বস হোসে মরিনহো। মৌসুমে এটি ছিল রেড ডেভিলসদের পঞ্চম হার। রোববারের লীগ ম্যাচে পল পগবার পেনাল্টি ইংল্যান্ড জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক জর্ডান পিকফোর্ড রুখে দিলে আরো একবার অসহায়তার মধ্যে পড়ে যান মরিনহো। অবশ্য ফ্রান্সের ওই আন্তর্জাতিক তারকাই দলের হয়ে প্রথম গোলটি করার মাধ্যমে কোচের হতাশা দূর করেন।
খেলা শেষে মরিনহো বলেন, ‘আমি খুশি। এই ম্যাচে আমাদের বেশিক্ষণ সংগ্রাম করতে হয়নি। অন্তত শেষ মিনিট পর্যন্ত আতঙ্কের মধ্যে কাটাতে হয়নি।’
ম্যাচে পগবা নিজে এক গোল করার পাশাপাশি আরেক গোলে সহায়তা করার পরও তার উপর খুব একটা সন্তুষ্ট নয় ইউনাইটেড সমর্থকরা। তারা সমালোচনামুখর ছিল এই ফরাসির পেনাল্টি মিসের ঘটনায়। ম্যাচ শেষে পগবা বলেন, ‘আমি সব সময় প্রতিপক্ষের গোল রক্ষককে বেকায়দায় ফেলার চেস্টা করেছি। তবে সম্ভবত তারা বুঝতে পেরেছিল আমার পেনাল্টি নেয়ার ধরনটি। গোলরক্ষক যদি আমার কৌশল ধরে ফেলতে পারে, তাহলে হয়তো আমাকে নিজের কৌশল পরিবর্তনের জন্য অনুশীলন করতে হবে।’
ম্যাচের ২৭তম মিনিটে গোল করে ইউনাইটেডকে লীড এনে দেন পল পগবা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিট পর এ্যান্টনি মার্টিয়েন বাঁকানো শটের সাহায্যে দলের হয়ে যে গোলটি করেছেন তারও যোগানদার ছিলেন পগবা। ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গিলফিট সিগুরোসন এভারটনের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন।
রোববার বিকেলে চেলসি আরো একটি সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। পিঠের ইনজুরির কারণে দলের শীর্ষ গোলদাতা এডেন হ্যজার্ডের অনুপস্থিতি সত্ত্বেও এই সাফল্য পায় চেলসি। মরিজিও সারির দলের এই সফলতায় গোল করেছেন আলবারো মোরাতা, রস বার্কলি, উইলিয়ান ও রুবেন লাফটাস। স্টামফোর্ডব্রিজে ইতালীয় এই কোচ দায়িত্ব গ্রহণের পর এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে চেলসি। বিগত ম্যাচগুলোর তুলনায় এদিন দলীয় প্রদর্শনী ছিল আরো আকর্ষনীয়। তিনি বলেন,‘ বার্নলি বেশ আগাসী মেজাজে শুরু করায় প্রথম দশ মিনিট আমাদের ভুগতে হয়েছে। এরপর আমরা দারুনভাবে বলের নিয়ন্ত্রন গ্রহন করি। আগের তিন ম্যাচের চেয়ে অনেক বেশি গোছানো ছিল আমাদের রক্ষনভাগও। এই ফলাফলে আমরা খুবই খুশি।’
ম্যাচের ২২তম মিনিটে মোরাতার গোলে এগিয়ে যায় চেলসি। ৫৭তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন বার্কলি। ৬২তম মিনিটে উইলিয়ানের গোলে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় চেলসি। শেষ মিনিটে (৯০তম) বার্নলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাফটাস।
এদিকে যেভাবে জয়ের ধারা নিয়ে আর্সেনাল নতুন মৌসুম শুরু করেছিল তাতে শিরোপা জয়ের প্রত্যাশা জেগে উঠেছিল গানার সমর্থকদের মধ্যে। কিন্তু গতকাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোল করে সেই প্রত্যাশায় হোচট খেয়েছেন তারা। প্রথমার্ধের শেষ মিনিটেই (৪৫মি.) পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক প্যালেসকে এগিয়ে দেন লুকা মিলিভোজেভিচ। তবে ৫১তম মিনিটে গোলটি পরিশোধ করে আর্সেনালকে সমতায় ফিরিয়ে আনেন গ্রানিট জাকা। ৫ মিনিট পর পিয়েরে- এমেরিক অবামেয়াংয়ের গোলে লীডও পেয়ে যায় আর্সেনাল। কিন্তু ৮৩তম মিনিটে ফের পেনাল্টির কবলে পড়ে জয় বঞ্চিত হয় গানাররা। পেনাল্টি থেকে আরো একবার গোল করে প্যালেসকে সমতায় ফিরিয়ে আনেন মিলিভোজেভিচ। খেলা শেষে আর্সেনাল কোচ উনাই এমেরি বলেন, ‘মাঠে আমরা অনেক ভুল করছি। আমি নিজেও সিদ্ধান্ত গ্রহণে অনেক ভুল করছি। এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮১০/মোজা/স্বব